বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ার সারিয়াকান্দিতে ভাঙন আতঙ্কে নদীতীরের মানুষ

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী। ছবি : কালবেলা
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দিতে রোববার (২৩ জুন) গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। চাষিরা তলিয়ে যাওয়ায় ভয়ে অপরিপক্ব পাট কাটছেন। এদিকে পানি কমায় ভাঙন আতঙ্কে দিনাতিপাত করছেন এলাকাবাসী।

উপজেলার যমুনা নদীর পানি গত কয়েকদিন ধরেই বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (২১ জুন) বিকেল ৩টায় সারিয়াকান্দি মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ২৩ মিটার। পানির বিপৎসীমা রয়েছে ১৬ দশমিক ২৫ মিটার। শনিবার (২২ জুন) ছিল ১৫ দশমিক ২২ মিটার। আর রোববার ১৪ দশমিক ৯৪ সেন্টিমিটার।

গত কয়েক দিনের পানি বৃদ্ধির ফলে উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, কর্ণিবাড়ী এবং বোহাইল ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের ডাকুরিয়া নদীর তলদেশে সদ্য বেড়ে ওঠা অপরিপক্ব পাট কাটছেন চাষিরা। যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের এলাকাবাসী ভাঙন আতঙ্কে দিন পার করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ইউনিয়নের মানিকদাইড় গ্রামের উত্তর পাশে জামালপুর মাদারগঞ্জ সীমানায় যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এদিকে উপজেলার কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া গ্রামের যেখানে বাম তীর সংরক্ষণের কাজ হচ্ছে তার উত্তর পাশের বেশকিছু এলাকাজুড়ে ধসের সৃষ্টি হয়েছে। উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামেও যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড’র নদী ভাঙন রোধে কাজ চলমান। এদিকে বোহাইল ইউনিয়নের শংকরপুর চরে যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। সেখানে কয়েকদিনের যমুনা নদীর ভাঙনে বেশকিছু কৃষিজমি ভেঙে গেছে।

কুতুবপুর ইউনিয়নের মোশাররফ হোসেন বলেন, আমাদের বাড়ি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরে হওয়ায় প্রতিবছর বন্যার সময় বাড়িঘর পানিতে তলিয়ে যায়। গত কয়েকদিন ধরেই পানি বাড়তে থাকায় আমরা বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতি.) সাখাওয়াত হোসেন বলেন, আগামী ২ দিন পর্যন্ত পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর উজানে যদি আরও ভারি বৃষ্টিপাত হয় তাহলে পানিবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। উপজেলার যেখানেই নদী ভাঙনের খবর পাওয়া যাচ্ছে সেখানেই ভাঙন রোধে কাজ করা হচ্ছে। তাই নদী ভাঙনের জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে শীর্ষে হ্যানয়, ঢাকার খবর কী

সুস্থ থাকতে ভাত নাকি রুটি, কী বলছেন চিকিৎসক

লিটনের শরীরে ৫ শতাধিক বুলেট

সপ্তম রাউন্ডে জমে উঠেছে প্রিমিয়ার লিগের লড়াই

পাচারের টাকায় আমিরাতে মিনি সিটি নিয়ে আসিফের স্ট্যাটাস

শেরপুরে ভয়াবহ বন্যায় লাখো মানুষ পানিবন্দি, মৃত্যু ৫

তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস গবেষকের

সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ জ্যোতির

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভারতীয় দলে আচমকা পরিবর্তন

১০

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার

১১

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

১২

৬ অক্টোবর : নামাজের সময়সূচি

১৩

কুমির ভেবে ঘড়িয়াল বেঁধে রাখলেন স্থানীয়রা

১৪

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৫

টাঙ্গাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২১

১৬

রোববার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৭

বন্যা মোকাবিলা ও পুনর্বাসনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৈঠক

১৮

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনালসে চ্যাম্পিয়ন চবি

১৯

গণহত্যায় জড়িতদের বিচার দাবি সমমনা জোটের

২০
X