ব্রাহ্মণবাড়িয়ায় বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে জসীম উদ্দিন নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের মো. জসীম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা তিতাস পাড়া এলাকার মো. আরজু মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায় সময়ই পরিবারের সদস্যদের অত্যাচার ও নির্যাতন চালাত। এ বিষয়ে জসীমের বাবা মো. আরজু মিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের কাছে লিখিত অভিযোগ করেন।
এর পরিপ্রেক্ষিতে জসীমকে আটক করে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন কালবেলাকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন