ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় কুমিল্লার লালমাই রেলস্টেশনে কর্ণফুলী কমিউটার ট্রেনের (কর্ণফুলী এক্সপ্রেস) ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে প্রায় ৩ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি।
শনিবার (২২ জুন) বিকেল পৌনে ৪টার দিকে লালমাই রেলওয়ে স্টেশন এসে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। ওই ট্রেনের প্রতিটি বগিতে যাত্রীদের ব্যাপক ভিড় ছিল।
জুয়েল রানা নামে এক যাত্রী বলেন, আখাউড়া থেকে ট্রেনটিতে উঠেছি। চট্টগ্রামে চাকরি করি। আগামীকাল রোববার অফিস খোলা। হঠাৎ ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ট্রেনের ভেতরে গরমে অনেক কষ্ট হয়েছে যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ ছিল চরমে।
ট্রেনের আরেক যাত্রী জহির আহমেদ বলেন, কালকে অফিস খোলা। কোনো ট্রেনেই টিকিট নেই। বাধ্য হয়ে এ ট্রেনে উঠেছি। ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছি।
কুমিলা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার কালবেলাকে বলেন, লালমাই স্টেশনে গিয়ে ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ দাঁড়িয়ে পড়ে। ঢাকা ও চট্টগ্রামমুখী লেন আলাদা। তবে বেসরকারিভাবে পরিচালিত ট্রেনটি স্টেশনে বিকল হওয়ায় সেখানে চারটি লাইন (লুপ লাইন) ছিল। যার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।
তিনি বলেন, লাকসাম থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটিকে চট্টগ্রাম নিয়ে গেছে।
মন্তব্য করুন