টাঙ্গাইলের বাসাইলে কৃষিজমিতে কাজ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে বুলবুল আহমেদ নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার সুন্যা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল আহমেদ সুন্যা উত্তরপাড়ার বাসিন্দা।
জানা গেছে, বুলবুল সকালে সুন্যা উত্তরকোড় চকে ধানক্ষেত পরিষ্কার করতে যান। হঠাৎ বজ্রপাত শুরু হলে বাড়িতে ফেরার জন্য রওনা দেন। এ সময় রাস্তায় ওঠার আগেই বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই স্কুলশিক্ষক আসাদুজ্জামান বলেন, সকালে ভাই ধানক্ষেত পরিষ্কার করতে গিয়েছিলেন। পরে বজ্রপাত শুরু হলে তিনি বাড়িতে ফেরার জন্য রওনা দেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন। ঘটনার কয়েক ঘণ্টা পর খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তিনি কৃষিজমি আবাদ করে সংসার চালিয়ে আসছিলেন। এখন তার স্ত্রী ও দুই মেয়ে অসহায় হয়ে পড়লেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন