কুমিল্লা ব্যুরো :
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভাঙা কালভার্টে চরম ভোগান্তি, আশ্বাসে ক্ষান্ত ইউপি চেয়ারম্যান

রাস্তায় কালভার্টের মাঝখানে ভাঙা অংশ। ছবি : কালবেলা
রাস্তায় কালভার্টের মাঝখানে ভাঙা অংশ। ছবি : কালবেলা

কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রাম। একই ইউনিয়নের সোনাইমুড়ী থেকে পেরপেটি ও একবাড়িয়া (কোড্ডারার) রোড পর্যন্ত এই গ্রামসহ আশপাশের প্রায় চারটি গ্রামে যাতায়াত করার একমাত্র রাস্তাটি এই গ্রামের ভেতর দিয়ে গেছে। কিন্তু ভাঙা কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। কালভার্টটির মাঝামাঝি ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চলাচল করছে। এলাকাবাসীর দাবি, এই কালভার্টটি দ্রুত পুনঃসংস্কার বা ছোট একটি ব্রিজ নির্মাণ করা হলে তাদের চলাচলে আর ভোগান্তি পোহাতে হবে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামের মানুষের চলাচলের জন্য প্রায় ১০ বছর আগে একটি কালভার্ট তৈরি করে দেওয়া হয়। এই রাস্তাটি দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। কিন্তু নিম্নমানের কাজ করার কারণে প্রায় আড়াই বছর আগে কালভার্টটির মাঝামাঝি অংশে ভেঙে যায়। যার ফলে স্কুলের শিক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

এলাকাবাসী ও স্থানীয়রা জানায়, একাধিকবার রাস্তা এবং কালভার্ট মেরামতের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রাকিবুল হাসান লিমনেকে অবহিত করলেও তিনি আবেদনের কোন গুরুত্ব দেয়নি। পরবর্তীতে এলাকাবাসীদের জোর দাবিতে ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন নিজে এসে পরিদর্শন করেন এবং স্থানীয়দের আশ্বস্ত করেন যে, কালভার্টের সঙ্গে রাস্তা পাকা করার ব্যবস্থা করবেন। পরিদর্শনের পর প্রায় দুই বছর পার হয়ে গেলেও এই রাস্তা ও কালভার্ট কোনটাই মেরামতের উদ্যোগ নেয়নি ওই ইউপি চেয়ারম্যান।

স্থানীয় বাসিন্দা আলী আশরাফ পাটোয়ারী বলেন, এই কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে গ্রামের মানুষের চলাচলে কষ্ট হয়। গ্রামের ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে ভোগান্তি পোহাতে হয়। এই কালভার্টটি মেরামত করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি ঠিক করে দিলে আমাদের ভোগান্তি কিছুটা হলেও কমত।

রাস্তাটি চলাচল করেন মনির হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, এই কালভার্টটি প্রায় ৩ বছর আগে ভেঙেছে। অল্প একটু ভাঙা থেকে আজ এর করুণ অবস্থা। শুরুতেই যদি ইউপি চেয়ারম্যান বা সংশ্লিষ্ট দপ্তরের কোন পর্যায় থেকে কালভার্টের সামান্য ভাঙা অংশ মেরামত করে দিত তাহলে আজ এই অবস্থা হতো না। এখন একটু বৃষ্টি হলেই আমাদের ছেলেমেয়েরা কীভাবে স্কুলে যাবে সে চিন্তায় থাকে সকল অভিভাবক। তাছাড়া রাতের অন্ধকারে তো খুবই ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। তাই আমাদের এই কালভার্টটি মেরামত করে দেওয়ার বা ছোট একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় গ্রামবাসী মাহবুব আলম মিলন বলেন, এখানে কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে আমাদের ছোট বড় সকলের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন থেকে ভাঙা রয়েছে। কেউ এটা নিয়ে ভাবেন না।

এই বিষয়ে জানতে চাইলে আদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাকিবুল হাসান লিমন বরাবরের মতো আশ্বাস দিয়ে বলেন, আমি এই বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে জানিয়েছি। খুব দ্রুত এই কালভার্টটির সংস্কারের কাজ শুরু করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনিয়র ক্রিকেটারদের কারণেই পাকিস্তানে পরিবর্তন সম্ভব নয়!

কোয়ার্টার ফাইনালেই ক্রুসকে অবসরে পাঠাতে চায় স্পেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মিথ্যা : বরকত উল্লাহ বুলু

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

অপুকে ছাগলের বাচ্চার সঙ্গে তুলনা করলেন বুবলী

উইম্বলডন ২০২৪ / দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, ভন্দ্রোসোভার বিদায়

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

ফল উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ : আব্দুস সালাম 

সমুদ্রসম্পদ আহরণে সব সম্ভাবনা কাজে লাগাতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এমপি আনার হত্যা, যেভাবে পালিয়ে যান ফয়সাল

১০

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দুই কোরিয়ার

১১

যমুনার গর্ভে বিলীন ৫ শতাধিক বাড়িঘর

১২

প্রধানমন্ত্রীর বেইজিং সফরে উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে : পররাষ্ট্রমন্ত্রী

১৩

মুম্বাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রোহিতদের সংবর্ধনা

১৪

এমপি আনার হত্যা : এবার ফয়সালের দোষ স্বীকার

১৫

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী

১৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার পরিকল্পনা নেই : জনপ্রশাসনমন্ত্রী

১৭

দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে সরকার : নিতাই রায়

১৮

সুনীল অর্থনীতিকে মূল অর্থনীতিতে কাজে লাগাতে হবে : প্রতিমন্ত্রী

১৯

আলমগীর হোসেনের ওপর হামলার প্রতিবাদে উদীচীর সমাবেশ

২০
X