কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পর্শে লাইজু মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলার পাইকেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মৃত লাইজু মাটি কাটার চুক্তির কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষ করে গোসল করে লুঙ্গি ও গামছা টিনের বেড়ায় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতের তারে হাত লাগলে শক খেয়ে তিনি মাটিতে পড়ে যায়। পরে পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন