আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা (কুমিল্লা)
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৬:০৭ এএম
অনলাইন সংস্করণ

স্কুল মাঠে গরুর হাট

কুমিল্লার চান্দিনার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে গরুর বাজার। ছবি : কালবেলা
কুমিল্লার চান্দিনার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে গরুর বাজার। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় সরকারি আইন লঙ্ঘন করে একাধিক স্কুলের মাঠে পশুর হাট বসেছে। কোথাও কোথাও শুধু মাঠ নয়, স্কুলের বারান্দাও দখলে নিয়েছে ইজারাদাররা। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করার পরও কঠোর হস্তক্ষেপ না থাকায় শেষ মুহুর্ত পর্যন্ত চলছে হাট।

উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধেরেরা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বসছে গরুর হাট।

শুক্রবার (১৪ জুন) সরেজমিনে দোল্লাই নবাবপুর বাজার গিয়ে দেখা যায়, বাৎসরিক ইজারাকৃত স্থায়ী গরু বাজারের নির্ধারিত স্থানে বাজার না বসিয়ে পাশের দুইটি বিদ্যালয়ের মাঠ দখল করে ঈদের গরুর বাজার বসিয়েছে ইজারাদার। মাঠ দখলের পাশাপাশি বিদ্যালয়ের বারান্দা পর্যন্ত দখল করে নেওয়া হয়েছে, বেঁধে রাো হয়েছে গরু। এতে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে।

নাম প্রকাশ না করা শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার দোল্লাই নবাবপুর বাজারের সপ্তাহিক হাট। গত সোমবার (১০ জুন) বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসায় পাঠদান ব্যাহত হয়েছে। দুপুর পর্যন্ত বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল না।

দোল্লাই নবাবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, সোমবার মাঠে গরুর হাট বসায় আমি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছিলাম। সেদিন বিদ্যালয়ের ঠিকমতো পাঠদান হয়নি।

দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, প্রতি বছর কোরবানির ঈদে বিদ্যালয়ের মাঠেই গরুর হাট বসে। এগুলো বলেও কোনো কাজ হয় না।

চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বলেন, স্কুল মাঠে গরুর হাট বসলে আমরা কী করবো? তবে বারান্দায় গরু বাঁধার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।

এ বিষয়ে দোল্লাই নবাবপুর গরু হাটের ইজারাদার সার্জেন্ট (অব.) সাদেক হোসেনের সঙ্গে যোগাযোগ করতে একাধিকরার তার ব্যবহৃত ফোনে কল করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠেও গরুর হাট বসেছে। শনিবার (১৫ জুন) জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী গরুর হাট বসার কথা রয়েছে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন, গরুর হাট বসানোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা অফিসারদেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর ঢাকায় ইসলামাবাদ, বৈঠক শেষে কী জানাল পাকিস্তান?

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

সৌদিতে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী আটক

পাকিস্তানে ইসরায়েলবিরোধী ক্ষোভ গিয়ে পড়ল কেএফসিতে

হাতকড়াসহ পালানো সাজাপ্রাপ্ত সেই আসামি গ্রেপ্তার

স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫ অনুষ্ঠিত

রাজশাহী থেকে অপহৃত মাদ্রাসাশিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

নিষিদ্ধ সময়ে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাটকা

পিলখানায় হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি

১০

বদলির আদেশের পরও স্বপদে বহাল ইউএনও তনু

১১

হজের আগে সৌদিতে কঠোর অভিযান

১২

হাসপাতাল থেকে পালানো জলদস্যু রফিক গ্রেপ্তার

১৩

ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয় স্পষ্ট করল ভারত

১৪

নির্বাচন নিয়ে আলোচনা / মির্জা ফখরুলের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের বৈঠক

১৫

ইউক্রেনেকে জার্মানির ক্ষেপণাস্ত্র সহায়তা নিয়ে রাশিয়ার কড়া বার্তা

১৬

‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ 

১৭

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা 

১৮

কুড়িগ্রামে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের মিছিল 

১৯

ঋতাভরীর নতুন অধ্যায়

২০
X