জামালপুরের মেলান্দহে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বন্যা আক্তার (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) বিকেলে জামালপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ বজরুদ্দি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বন্যা আক্তার জামালপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জয়নাল আবেদীন মাস্টারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর হতে ছেড়ে আসা মেলান্দহগামী অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোতে থাকা গৃহবধূ বন্যা গুরুতর আহত হন। চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ওসি মো. রাজু আহাম্মদ বলেন, প্রাইভেটকার ও অটোরিকশা আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন