ঢাকা-নোয়াখালী মহাসড়কে কোরবানির পশুর হাট বসানোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলাধীন একলাশপুর এলাকায় রাস্তার এ যানজট দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-নোয়াখালী মহাসড়কের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন একলাশপুর এলাকায় রাস্তার উপরে বসেছে গরুর হাট। গরুর হাটকে কেন্দ্র করে আশপাশে বসেছে ছোট ছোট খাবার দোকান। এতে করে গাবুয়া থেকে রমজান বিবি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে কয়েকশ’ গাড়ির দীর্ঘ লাইন। এতে করে ঈদে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ অন্যান্য জেলা থেকে নোয়াখালীগামী ঘরমুখো মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
ঢাকা থেকে নোয়াখালীগামী বাসযাত্রী সুমন মিয়া বলেন, সেই জুমার আগে ঢাকা থেকে থেকে রওনা দিয়েছি পথে পথে জ্যাম পড়তে হয়েছে, এখন একলাশপুরে গরুর বাজারের কারণে আবারও দীর্ঘ জ্যামে পড়লাম। কখন বাসায় পৌঁছাতে পারব জানি না।
সিএনজিচালক কবির হোসেন বলেন, গতকালকেও গরু বাজারের কারণে এখানে জ্যাম তৈরি হয়েছে। আজকেও এখন আধ ঘণ্টার জ্যামে আটকা পড়ে আছি, আগামীকালও নাকি গরু বাজার বসবে। এই একলাশপুরের গরু বাজারে যাত্রীদের নাভিশ্বাস উঠে গেছে।
বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা দেখতেছি। মহাসড়কের যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন