মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে অপু বাড়ৈ নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অপু বাড়ৈ কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের সুবোধ বাড়ৈর ছেলে।
কেয়াইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোবিন্দ ঘোষ বলেন, নিহত অপু বাড়ৈ কৃষি কাজ করতেন। সন্ধ্যার একটু আগে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি। আমাদের পুলিশ সেখানে যাচ্ছে।
মন্তব্য করুন