চট্টগ্রামের মীরসরাইয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সরওয়ার আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে। নিহত নাজমা আক্তার উপজেলার হাজি ফকিরহাট এলাকার নজির আহমদের মেয়ে।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০০৯ সালে নাজমা ও সাইফুলের বিয়ে হয়। স্বামী সাইফুল ইসলামের সঙ্গে নাজমার পারিবারিক বিরোধ চলছিল। ২০১৩ সালের ১৮ জুন রাতের কোনো এক সময় ছুরিকাঘাতে নাজমাকে হত্যা করা হয়। পর দিন সকালে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
পিপি শেখ ইফতেখার সাইমুল বলেন, মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি মো. সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি বলেন, একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মন্তব্য করুন