স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ঘরে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৩০ হাজরেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ টাকারও বেশি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বুধবার (১২ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৩৪টি গাড়ি পার হয়েছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা।
এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ১৫ হাজার ৭২০টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ১১৪টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য নিশ্চিত করেছিন।
মন্তব্য করুন