চাঁদপুরের শাহরাস্তিতে আর্থিক স্বচ্ছলতার আশায় বিক্রি করে দেওয়া নবজাতককে উদ্ধারের পর তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) শাহরাস্তি থানায় প্রেস ব্রিফিং শেষে ওই নবজাতককে তার মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ জুন) উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ দেবকরা গ্রামের আবু নাসিরের স্ত্রী জান্নাতুল ফেরদাউস উপজেলার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান প্রসব করেন। পরপর দুই কন্যা সন্তান প্রসবের পর তৃতীয়টি কন্যা সন্তান হবে ধরে নিয়ে আর্থিক অভাব দূর করতে প্রসবের পূর্বেই নবজাতককে নিঃসন্তান দম্পত্তির কাছে বিক্রি করে দেয়।
সিদ্ধান্তমতে প্রসবের পরই ওই নিঃসন্তান দম্পত্তির কাছে হস্তান্তর করা হয়। পরে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে পুলিশ শিশুটিকে উদ্ধারের কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই চাঁদপুর সদর থানার বিষ্ণুদী ব্যাংক কলোনি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির মা জান্নাতুল ফেরদাউস বলেন, সন্তান বিক্রির সিদ্ধান্তটি ভুল ছিল। আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
শাহরাস্তি মডেল থানা ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, স্পর্শকাতর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানবিক বিবেচনায় উদ্ধার করা নবজাতককে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে।
কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজোয়ান সাঈদ জিকো কালবেলাকে বলেন, এ দম্পতির পরপর দুটি কন্যা সন্তান হয়। গর্ভের তৃতীয় সন্তানটিও কন্যা সন্তান হবে এমনটা ভেবে এবং অভাব দূর করতে ভূমিষ্ট হওয়ার আগেই এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন তারা। পরে দেখা গেছে, তৃতীয় সন্তানটি ছেলে। টাকা নেওয়ায় ওই নিঃসন্তান দম্পতিকে দিয়ে দেয় ছেলে সন্তানকে। পরে শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন