লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হকারদের হামলায় ট্রেনের স্টুয়ার্ড, যাত্রীসহ আহত ৩

কুমিল্লার লাকসামে উপকূল এক্সপ্রেসে ট্রেনে হকারদের হামলায় তিনজন আহত হয়েছেন। ছবি : কালবেলা
কুমিল্লার লাকসামে উপকূল এক্সপ্রেসে ট্রেনে হকারদের হামলায় তিনজন আহত হয়েছেন। ছবি : কালবেলা

ট্রেনে উঠতে না দেওয়ায় কুমিল্লার লাকসামে উপকূল এক্সপ্রেসে ট্রেনের দুই স্টুয়ার্ডের (বেসরকারি এটেন্ডেন্স) ওপর হামলা চালিয়েছে হকাররা। মঙ্গলবার (১১ জুন) সকাল ৮টায় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশন স্টেশনে পৌঁছলে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের একজন যাত্রীসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা দেরিতে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়।

আহতরা হলেন- উপকূল এক্সপ্রেসের স্টুয়ার্ড শামিম আল আমিন ও রাহুল। এ সময় তাদের বাঁচাতে এগিয়ে আসা ওই ট্রেনের অন্তর নামে একজন যাত্রী আহত হন।

লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন মাস্টার মাহবুব বলেন, মঙ্গলবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস সকাল ৮টায় লাকসাম জংশনে পৌঁছলে হকাররা ট্রেনে উঠতে চায়। এ সময় স্টুয়ার্ড শামিম ও রাহুল তাদের বাধা দিলে হকাররা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা করে। এই সময় ট্রেনে থাকা অন্তর নামে একজন যাত্রী তাদের সাহায্যে ছুটে আসলে তাকেও মারধর করা হয়।

লাকসাম জংশনের স্টেশন মাস্টার মো. মাহাবুবুর রহমান আরও বলেন, আমরা এই ঘটনায় তাৎক্ষণিক ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, লিখিত অভিযোগ পেয়ে দুপুর ১২টার দিকে দুজনকে আটক করে স্টেশনে বিশৃঙ্খলা করার অভিযোগে আদালতে পাঠানো হয়েছে। আহতদের লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, দুই স্টুয়ার্ডের ওপর হামলার ঘটনায় তিন সদস্যদের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম।

তিনি বলেন, লাকসাম রেলওয়ে জংশনের নিরাপত্তা কর্মকর্তা সালামত উল্ল্যাহকে আহ্বায়ক করে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রেলওয়ের নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হকার বলেন, প্রতিদিন ২০০-৩০০ টাকা চাঁদা দিয়ে আমরা ট্রেনে হকারি করি। সব মিলিয়ে মাসে লক্ষাধিক টাকা আদায় করে কিছু প্রভাবশালী ও রেলের কর্তাব্যক্তিরা তা ভাগবাটোয়ারা করে নেয়। আমরা খেটে খাওয়া মানুষ। দিন আনি দিন খাই। আমাদের একটু সুযোগ দিলে ছেলে-সন্তান নিয়ে দুবেলা খাবার খেতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সচিব আবু হেনাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আমরা কেউ কি এড়াতে পারব এর দায় : সিয়াম আহমেদ

ঈদের ছুটি শেষে অফিস ফেরা হলো না বৃদ্ধের

হত্যাকাণ্ডের লোমহর্ষক ভিডিও প্রকাশের পর ভুল স্বীকার ইসরায়েলের

নাজমুলের আশ্বাসে ঘর ছেড়ে সর্বনাশ গৃহবধূর

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীসহ অংশীজনদের নিয়ে ঈদ পুনর্মিলনী

দায়িত্ব নেওয়ার তাগিদ মিরাজের

গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে সারজিসের স্ট্যাটাস

ড. ইউনূস ও বিমসটেক সম্মেলন / দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বাংলাদেশ

হাছান মাহমুদের স্ত্রীর ৫৬ হিসাবে লেনদেন ৬৮৩ কোটি 

১০

যুবলীগ নেতার নেতৃত্বে সরকারি জায়গায় স্থাপনা

১১

ধর্ষণের দুদিন পর পুড়িয়ে দেওয়া হলো শিশুটির বাড়ি

১২

৩০ বছরপূর্তিতে কালীগঞ্জ ফ্রেন্ডস ’৯৫-এর মিলন মেলা

১৩

বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী

১৪

ইসরায়েলের গণহত্যা নিয়ে বিশ্বনেতাদের কাছে জয়ার প্রশ্ন

১৫

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ

১৬

৮৪ আওয়ামীপন্থি আইনজীবী কারাগারে, ৯ জনের জামিন

১৭

গাজায় গণহত্যা / সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’

১৮

বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে : বিডার নির্বাহী পরিচালক

১৯

তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

২০
X