লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি ভিডিও থেকে নেওয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি ভিডিও থেকে নেওয়া।

দেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভূমিহীন ও গৃহহীনদের শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, তাদের নানামুখী প্রশিক্ষণ দিয়ে করা হবে আত্মনির্ভরশীল।’

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে সংযুক্ত থেকে গৃহহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে সরাসরি উপকারভোগীদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী ওই মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া বাবু মিয়া ও সাহেরুল বেওয়ার সঙ্গে সরাসরি কথা বলেন। কথা বলার একপর্যায়ে ঘর পাওয়া উপকারভোগীর সাথে প্রধানমন্ত্রীও আবেগ আপ্লূত হয়ে যান। গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহম্মেদ, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে ঘর পেয়ে বেজায় খুশি লালমনিরহাটের ভূমিহীন ও গৃহহীন মানুষেরা। সহায়-সম্বলহীন এসব মানুষ জমিসহ ঘর পেয়ে এখন তাদের পরিবারে সচ্ছলতার স্বপ্ন দেখছেন। একসময় যাদের কোনো মাথা গোঁজার ঠাঁই ছিল না, ছিল না কোনো জমি, তারা আজ জমিসহ পাকা ঘরের মালিক হলো। এখন তাদের অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে না। এক খণ্ড জমি পেয়ে সেখানে সবজি চাষ শুরু করেছে। তাদের দুই শতাংশ জমি কবিলত রেজিস্ট্রেশন ও মিউটেশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এরইমধ্যে প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

কথা হয় ঘর পাওয়া ফরিদা বেগমের (২০) সঙ্গে। তিনি নতুন বাড়ির আঙিনায় সেলাই মেশিন দিয়ে ঈদ উপলক্ষে কাপড় সেলাইয়ে ব্যস্ত সময় পার করছেন। তার চোখে মুখে আনন্দ। ঘর পেয়ে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ঘর পেয়ে খুশি ষাটোর্ধ হাজরা বেগম বলেন, তিস্তা নদীতে একে একে পাঁচবার ঘরবাড়ি ভেঙে গেছে। পরে বাঁধের রাস্তায় একচালা ঘর তুলে ছিলাম। এখন সরকার পাকা বাড়ি দিছে। এই বাড়িতে আমরা বাকি জীবনটা কাটব। তিনিও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জীবনের ক্লান্তি লগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পেয়ে আবেগাপ্লুত বৃদ্ধা আনোয়ারা বেগম। তিনি বলেন, স্বপ্নেও ভাবি নাই, নিজের পাকা বাড়ি হবে। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে।

উল্লেখ্য, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় পঞ্চম পর্যায় (২য় ধাপে) ১ হাজার ৬টি ঘরের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১৭টি, আদিতমারী উপজেলায় ১৪২টি, কালীগঞ্জ উপজেলায় ৫৮০টি, হাতীবান্ধা উপজেলায় ১২৬টি, পাটগ্রাম উপজেলায় ১৪১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোবটের সঙ্গে বিয়ে, কী বলে ইসলাম

জুমার দিনে সুরা কাহাফ কেন পড়বেন?

হেলমেটে হাত বুলালে মনে হয়, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি : শহীদ রমিজের মা

বঙ্গোপসাগর উত্তাল, বাতাসের গতি বাড়ছে

জুলাই গণহত্যার দ্রুতবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতে ছাত্রসংগঠনগুলোর ঐক্যমত

আইনজীবী সাইফুল হত্যা: সিএমপির ডিসি-ওসি বদলি

বার্সেলোনা নিয়ে মেসির আবেগ ঘন বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

‘খুনি হাসিনা পালিয়ে গেছে’ বলতে কিছু গণমাধ্যম এখনো ভয় পাচ্ছে : নাছির 

১০

ছেলের হাতে মা খুন!

১১

বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার চাই: শিবির সভাপতি

১৩

চোটে পড়লেন হৃদয়ও

১৪

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন যারা

১৫

ছুটি না দিয়ে গালাগাল, নারী শ্রমিকের আত্মহত্যা

১৬

পেনাল্টি মিসে রিয়ালকে হতাশ করেছেন এমবাপ্পে

১৭

কিক-অফের অপেক্ষায় বদলে যাওয়া লিগ

১৮

কক্সবাজারে এফবিসিসিআইর দুর্যোগ প্রস্তুতি ও আপদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১৯

ই-সিগারেট নিষিদ্ধসহ তামাক আইন সংশোধনী দ্রুত পাসের দাবি

২০
X