পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন (৩৭) ভারতের উত্তরখন্ড প্রদেশের দেরাদুনের মুশৌরিতে ১০ম মিড-ক্যারিয়ার প্রশিক্ষণরত অবস্থায় মারা যান। আজ রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি গত ৬ জুন প্রশিক্ষণের জন্য ভারতে যান। আল অমিন (পরিচিতি নং-১৭৫৬৬) ২০২১ সালের ৩১ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বাউফলে যোগদান করেন।
তার বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা হাসেম মাস্টারের ছেলে। মো. আল-আমিন জমজ শিশু কন্যার জনক। তার মৃত্যুতে বাউফল অফিসপাড়ায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাউফল রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আব্দুল্লাহ আল সাদি বলেন, বাউফলের ইউএনও ভারতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্তব্য করুন