দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকর্মীদের গুলি করার হুমকি দিলেন অধ্যক্ষ

দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন। ছবি : কালবেলা 
দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন। ছবি : কালবেলা 

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের ভর্তি ফি, অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং ছয় দফা দিবস উপলক্ষে একটি প্রোগ্রামের অনুমতিসহ বেশ কয়েকটি দাবি নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন দৌলতপুর উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে তাদের গুলি করতে যান। সে সময় তিনি জানান, কলেজ ক্যাম্পাসে কোনো ছাত্রলীগের রাজনীতি চলবে না। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই বাস্তবায়ন হবে।

এমন ঘটনায় অস্ত্রের লাইসেন্স বাতিল করে অধ্যক্ষকে গ্রেপ্তার ও তার প্রায় ৫ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।

রোববার (৯ জুন) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ছাত্রলীগের ডাকা এ মানববন্ধনে অংশ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাধারণ শিক্ষার্থীরাসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

এখানে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব মাহমুদ, দৌলতপুর কলেজ ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোল্লা মো. চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন- অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমনের গুলি করতে যাওয়ার কাহিনি নতুন কিছু নয়। এর আগেও তিনি এ অস্ত্র দিয়ে ওই কলেজের ভূগোল বিভাগের প্রদর্শক জহুরুল আলমকে গুলি করতে গিয়েছিল। এতে জহুর আলম বাদী হয়ে দৌলতপুর থানায় ওই সময়ে একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

বক্তারা জানান, এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষের অনুগত রাজু, বিদ্যুৎ, ছোটন খাঁ, মমিনুর রহমান মোহন তাদের কোমরে থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও জানান, অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ক্ষমতা ব্যবহার করে কলেজটিতে অবৈধ পন্থায় নিয়োগ দিয়ে প্রায় ৫ কোটি টাকার উপরে নিয়োগ বাণিজ্য করেছেন।

এসব বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুষ্টিয়ার রূপকার মাহাবুল আলম হানিফসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন বলে জানান বক্তারা।

এ ছাড়াও অধ্যক্ষের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিলসহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের মোবাইলে একাধিকবার কল করলেও কল রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে খুঁজে পেতে নড়াইলের তরুণী পাবনায়

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান

নৌকাডুবে প্রাণ গেল দুই বন্ধুর

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

সুপার স্পেশালাইজডের বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন : বিএসএমএমইউ উপাচার্য

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটাবিরোধী বিক্ষোভ শুরু

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

১০

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১১

পুলিশি বাধায় সড়কেই বসে পড়ল জবি শিক্ষার্থীরা

১২

আকর্ষণীয় বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নেবে সিপিডি

১৩

যমুনায় পানি কমায় ব্রহ্মপুত্রে ভাঙন

১৪

আ.লীগ সরকারের কাছে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

১৫

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

১৬

ইউরো ২০২৪ / স্টুটগার্টে ইতিহাসের পুনরাবৃত্তি, পিতা-পুত্রের স্মরণীয় উদযাপন

১৭

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার

১৮

তীব্র বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

১৯

দেশবাসীর কাছে দোয়া চাইলেন ডিপজল

২০
X