কুড়িগ্রামের উলিপুরে ধরলা নদীর চরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোক্তব আলী নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রোববার (৯ জুন) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল মামুদ গ্রামের নতুন ব্যাপারীপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আক্কেল মামুদ গ্রামের নতুন ব্যাপারীপাড়া চর গ্রামের মোক্তব আলীর সঙ্গে একই গ্রামের হামিদ আলীর সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হলে মোক্তব আলীকে পিটিয়ে হত্যা করে হামিদ আলীসহ তার লোকজন।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, মোক্তব আলীর সঙ্গে একই গ্রামের হামিদ আলীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ব্রহ্মপুত্র নদের ভাঙনে মোক্তব আলীর বসতঘর ভেঙে যায়। রোববার সকালে ব্যাপারীপাড়া নতুন চরে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান মোক্তব আলী। এ সময় হামিদ আলীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অতর্কিতভাবে হামলা চালালে মোক্তব আলী ঘটনাস্থলে নিহত হয়।
ওসি গোলাম মর্তুজা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানতে পেরেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন