চট্টগ্রামেরা পতেঙ্গায় মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে তর্কের জেরে মো. মনিরুজ্জামান রাফি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গুরুতর আহত হয়েছেন একজন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ জুন) ভোরে নগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান রাফি বন্দর থানার উত্তর হালিশহর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ভোরে দুপক্ষের কথাকাটাকাটি হলে বিষয়টি সমাধান করা হয়। কিন্তু কিছুক্ষণ পর একপক্ষের কয়েক যুবক বঙ্গবন্ধু টানেলের মুখে অপরপক্ষের লোকজনের ওপর হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে দুপক্ষের প্রথমে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। আহত রাফি ও রায়হান নামের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য রাফির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন