পিরোজপুরের নেছারাবাদে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কুনিয়ারী নামক এলাকায় স্বরূপকাঠি বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে শাকিল ও একই গ্রামের ফজলুল করিমের ছেলে সাইফুল ইসলাম । নিহত দুজন জগন্নাথকাঠি বন্দরে কাঠের ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন। তারা ধীরগতিতে মোটরসাইকেল চালিয়ে কুনিয়ারী বেইলি ব্রিজের ওপর ওঠে। এ সময় সামনে থেকে শুভেচ্ছা-১ নামের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা থামাতে বললেও চালক মোটরসাইকেলসহ দুজনকে অনেক দূর নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এইচ এম শাহীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচালককে আটকসহ বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।
মন্তব্য করুন