’৭৫ এর প্রতিরোধ যোদ্ধা, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, সাহসী মুজিব সেনা, সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের ’৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা শফী আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বিকেল ৩টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেত্রকোনা জেলা আ.লীগের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।
বক্তব্য রাখেন, আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি, এস এম কামাল হোসেন এমপি, মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরং, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ্র চন্দ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, মোস্তাক আহমেদ রুহী, কেন্দ্রীয় উপকমিটির সদস্য নির্মল গোস্বামী, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, প্রয়াত মানু মজুমদার ও শফী আহমেদের স্ত্রী সন্তানরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামছুর রহমান লিটন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম প্রমুখ।
মন্তব্য করুন