আবহাওয়া খারাপ ও ইউপিডিএফের সকাল-সন্ধ্যা অবরোধের কারণে নির্বাচনের একদিন আগে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে বাঘাইছড়ির উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণে বাঘাইছড়ির ৬টি হেলিসর্টি কেন্দ্রের মধ্যে একটিতে আমরা নির্বাচনী সরঞ্জাম পাঠাতে পেরেছি। তার মধ্যে নির্বাচনকে ইস্যু করে একটি আঞ্চলিক রাজনৈতিক দল আজকে (৮ জুন) অবরোধ পালন করছে বাঘাইছড়িতে। একদিকে আবহাওয়া খারাপ অন্যদিকে জনগণের নিরাপত্তা সব বিষয় মাথায় নিয়ে সকালে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই নির্বাচন স্থগিত করার। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাচন গত ২৯ মে তৃতীয় ধাপে হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝর রিমালের কারণে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠাতে না পারার কারণে সেবার নির্বাচন স্থগিত করা হয়। নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ৯ জুন।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এজেন্টেদের হুমকি প্রদান, নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ এনে ইউপিডিএফ ৮ জুন বাঘাইছড়িতে অবরোধের ডাক দেয়। শনিবার সকাল থেকে শান্তিপূর্ণ অবরোধ পালনের খবর পাওয়া গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সাজেকে কোনো পর্যটক যেতে পারেনি এবং কোনো পর্যটক সাজেক থেকে ফিরতে পারেনি। দুপুরে সাজেকে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনীর টহলের মাধ্যমে নিয়ে আসার কথা রয়েছে। নির্বাচন স্থগিত হওয়ায় দুপুর ১২টা থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি।
এর আগে ২০১৯ সালের ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) ভোট বর্জনের ঘোষণার পরও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সাজেকের বাঘাইহাটে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনে দায়িত্বে থাকা ৭ সদস্য নিহত হয়।
মন্তব্য করুন