গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বেনজীর-আজিজদের অপকর্মের কারণেই মার্কিন নিষেধাজ্ঞা : রানা দাশগুপ্ত

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা দাশগুপ্ত। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা দাশগুপ্ত। ছবি : সংগৃহীত

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, র‍্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক হিসেবে বেনজীর আহমেদ যে ভূমিকাটা পালন করেছেন, এটা শুধু সরকারের ভাবর্মূর্তিকেই ক্ষুণ্ন করেনি, গোটা রাষ্ট্রের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করেছে। তাদের এ অপকর্মের কারণে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাগুলো আজকের দিনে আমাদের মনে হয় এদের (বেনজীর ও জেনারেল আজিজ) কারণেই হয়েছে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের জায়গা জমি দখলের ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই জায়গা জমি দখলের ক্ষেত্রে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তি। যখনই যে সরকার ক্ষমতায় আসে তারা সেই সরকারের ক্ষমতায় ক্ষমতাপুষ্ট। তারা এই ক্ষমতাকে অপব্যবহার করে সাধারণ নিরীহ ও শান্তিপূর্ণ নাগরিকের জীবনে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে চলেছে বেনজীর তার প্রতীক।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের কথা উল্লেখ করে রানা দাশগুপ্ত বলেন, যদিও জেনারেল আজিজের বিরুদ্ধে এখন পর্যন্ত সংখ্যালঘুদের জায়গা-জমি দখল বা বেদখলের বিষয়ে কোনো অভিযোগ আমাদের জানা নেই। কিন্তু র‍্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক হিসেবে বেনজীর যে ভূমিকাটা পালন করছেন, এটা শুধু সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করেনি, এটা গোটা রাষ্ট্রের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তিনি বলেন, আজ জনগণ উপলব্ধি করতে পারছে, রাষ্ট্রীয় কর্ণধারের দায়িত্ব যারা পালন করছেন, তাদের এ অপকর্মের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাগুলো আজকের দিনে আমাদের মনে হয় এদের কারণেই হয়েছে। হয়তো নিষেধাজ্ঞা দেওয়ার সময় আমরা বিষয়গুলো জানতাম না বলেই অনেক সময় মনে করেছি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আজ আমি প্রধানমন্ত্রীর কাছে একটি আবদেন করতে চাই। এই এলাকাটি শতভাগ হিন্দুপ্রধান এলাকা। যাদের শত শত বিঘা জমি জোর করে, হুমকি দিয়ে, নানা চক্রান্ত করে বেনজীর দখল করে নিয়েছে সে সম্পত্তিগুলো তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছি। তথ্য সংগ্রহ করার পরে আমরা অতি অল্প সময়ের মধ্যে দেশি ও বিদেশি সাংবাদিক যারা আছেন, তাদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সম্যক পরিস্থিতি জাতির সামনে তুলে ধরব।

এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকট তাপস কুমার পাল ও মনীন্দ্র কুমার নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার সাহা, ঐক্য পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, সহসভাপতি শিপ্রা বিশ্বাস, সদস্য ডেভিড বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই বেচে খাওয়া শুরু করেছে অনেকেই’

হোয়াইটওয়াশের পর দর্শকদের আক্রমণ করে বিতর্কে পাক ক্রিকেটার

রংপুরে বিএনপির দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

মার্কিন সফরে নেতানিয়াহু, এবার এজেন্ডা কী নিয়ে?

ভাত নরম হওয়ায় বরপক্ষের লঙ্কাকাণ্ড

পিএসএল নিয়ে রিশাদের বড় স্বপ্ন

ছাগল খোয়াড়ে দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, অতঃপর...

বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক বৈঠককে ইতিবাচক বললেন পার্থ 

সংস্কারের প্রধান প্রস্তাবক ও ধারক বিএনপি : মাহদী আমিন

ইরানের ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত পেজেশকিয়ানের, নেপথ্যে যে কারণ

১০

ঈদের ছুটি শেষে কাল খুলছে তিন বিশ্ববিদ্যালয়

১১

‘পলাতক নেত্রীর কথায় উঁকি-ঝুঁকি মারলেও লাভ হবে না’

১২

‘দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করা হবে’

১৩

সন্দ্বীপে আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক 

১৪

কোনো ব্যক্তির অপরাধ বিএনপির ওপর না চাপানোর আহ্বান

১৫

বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

১৬

‘জুলাই ব্যবসায়ী ছাত্রনেতারা যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি’

১৭

জনগণ দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচন চায় : আমিনুল হক 

১৮

মেরা পিক পর্বত অভিযানে ইবিএলের ৫ সদস্য

১৯

গ্যাসের চুলা জ্বালানো নিয়ে তিতাসের সতর্কবার্তা

২০
X