রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৯:১৪ এএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নারী দিয়ে ফাঁদ, গ্রেপ্তার ১২

গ্রেপ্তারকৃত প্রতারকচক্রের সদস্যরা। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত প্রতারকচক্রের সদস্যরা। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীতে নারী দিয়ে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ নারীসহ ১২ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) সন্ধ্যায় শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানার অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোসা. পপি আক্তার (৩৪), মো. সালাউদ্দিন (৪০), মো. কাউসার (২৫), মো. রহমত আলী (২১), মো. কাউসার (২৩), মো. রাতুল (২০), মো. আশিক হাসান (২৩), মো. মানিক (৩৯), মো. শাকিল আহম্মেদ (২৪), মোসা. সম্পা আক্তার (২০), মোসা. সুমি খাতুন (২৬) ও মোসা. পিয়াংকা খাতুন (২১)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর বাগমারার মো. এমরান হোসেন নামে এক ব্যক্তির পূর্বপরিচিত ছিলেন রানা আহম্মেদ নামে আরেক ব্যক্তি। গত বুধবার সকালে ইমরানকে তার শাহমখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিকের বাসায় দাওয়াত দেন। ইমরান তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে দাওয়াতে যান। সেখানে ইমরান রানা ও তার স্ত্রী ছাড়াও আরও তিন মেয়েকে দেখতে পান। এ সময় রানা পপি আক্তারকে তার স্ত্রী এবং অন্য তিনজনকে তার শ্বশুরবাড়ির আত্মীয় বলে পরিচয় করে দেয়। বিকেলে সাংবাদিক পরিচয় দিয়ে ১০-১২ জন সেখানে যান। তারা জোর করে ইমরান ও তার বন্ধুদের একটি কক্ষে আটকে রাখে। সেখানে তাদের সঙ্গে আসামি সম্পা, সুমি ও পিয়াংকাকে বসিয়ে অসামাজিক কাজের অভিযোগ তুলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ছবি তুলে তাদের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন।

এ সময় ইমরান ও তার বন্ধুরা চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের মারপিট করে আহত করে ও তাদের কাছে থাকা ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়াও তাদের মোবাইলগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আসামি রানা পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসানোর এ কাজটি করেছে বুঝতে পেরে ইমরান ও তার বন্ধুরা চিৎকার শুরু করে।

এ সময় পাশেই টহলরত শাহমখদুম থানা পুলিশ চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রানাসহ অজ্ঞাতনামা ৩-৪ জন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করে সেই মামলায় আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে বিএনপি : আজাদ

সাড়ে ৩ কোটি টাকার চাল নিয়ে লাপাত্তা খাদ্যগুদাম কর্মকর্তা

সাতক্ষীরায় ৯ মাস বেতন পাচ্ছেন না ৪২০ শিক্ষক

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা

বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইসরায়েলি হামলায় সিরিয়া-লেবানন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আরেক দেশ থেকে ইসরায়েলে হামলায় ২ সেনা নিহত, আহত ২৪

বিশ্ববিদ্যালয় দিবসে জবির স্লোগান ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’

১০

শিক্ষক দিবসে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে

১১

হত্যা মামলায় রসিকের সাবেক কাউন্সিলর মিলন গ্রেপ্তার

১২

বৈরুত বিমানবন্দরের পাশেই ইসরায়েলি তাণ্ডব

১৩

সিলেটে রায়হান হত্যা মামলায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা : ড. ইউনূস

১৬

বন্যার পানিতে মায়ের লাশের সঙ্গে ভেসে এল শিশু

১৭

লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হঠল ইসরায়েলি বাহিনী

১৮

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর জানাজা কখন-কোথায়?

১৯

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি

২০
X