জামালপুরের মেলান্দহে উপজেলা সাব-রেজিস্ট্রার পলাশ তালুকদারের নেতৃত্বে দলিল লেখককে মারধরের অভিযোগ উঠেছে। সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী পিয়াসকে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় দলিল লেখক আলী আকবরকে মারধর করা হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা হলরুমে সাব-রেজিস্ট্রার অস্থায়ী কার্যালয়ে মারধরের এ ঘটনা ঘটে। পরে আলী আকবর মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
আহত দলিল লেখক আলী আকবরের বাড়ি মেলান্দহ পৌরসভা বারইপাড়া এলাকায়। তিনি মেলান্দহ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
আহত দলিল লেখক অভিযোগ করে বলেন, আমি একটি দলিল সাবমিট করি। দলিল পাস হওয়ার পর যেখানে টিপ দেওয়া হয় সেখানে গেলে টিপ দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার অফিসের পিয়াস ১০০ টাকা চান। আমার কাছে ১০০ টাকা ছিল না বলে আমি পরে দিতে চাইছিলাম। কিন্তু টাকা ছাড়া তারা টিপ নেবে না। পরে দলিল নিয়ে তারা ছুড়ে ফেলে দেন। দীর্ঘদিন ধরে এই ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়।
দলিল লেখক আলী আকবরের মেয়ে আঁখি আক্তার বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের স্টাফ পিয়াস ১০০ টাকা চাঁদা না পেয়ে আমার বাবাকে মারধর করেছে। আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ সাব রেজিস্ট্রার পলাশ তালুকদার বলেন, অফিস রুমের ভেতরেই কথাকাটাকাটির একপর্যায়ে বিষয়টি আমার নজরে এলে আমি নিজে অফিস স্টাফ এবং সেবাগ্রহীতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আর ১০০ টাকা করে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্তব্য করুন