ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:১৭ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যের বিরুদ্ধে মোটরসাইকেল মেকানিককে গুলি করার অভিযোগ

ঝিকরগাছা শিওরদাহ পুলিশ ফাঁড়ি। ছবি : কালবেলা
ঝিকরগাছা শিওরদাহ পুলিশ ফাঁড়ি। ছবি : কালবেলা

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল ঠিক করে দিতে না পারায় এক মেকানিককে পিটিয়ে আহত ও গুলি করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিওরদাহ পুলিশ ফাঁড়িসংলগ্ন শিওরদাহ বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ ওঠা ওই পুলিশ সদস্যের নাম রিকন হোসেন। তিনি শিওরদাহ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত।

আহত রিপন হোসেন শিওরদাহ গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। বাজারে তার তরকারির ব্যবসা রয়েছে তার। পাশাপাশি মোটরসাইকেল ঠিক করার কাজ করেন তিনি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই পুলিশ সদস্যের মোটরসাইকেল স্টার্ট হচ্ছিল না। শিওরদাহ বাজারে রিপনের কাছে আনলে তিনি জানান সে এটা ঠিক করতে পারবেন না। ভালো মেকানিক দেখাতে হবে। এতেই ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্য তাকে লাঠি দিয়ে বেধড়ক মারেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে রাইফেল উচিয়ে গুলি করতে যান। তবে পাশের এক দোকানদার রাইফেলের নল ধরে ফেললে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান এবং ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী ও রাইফেলের নল ধরে ফেলা দোকানদার তুষার বলেন, আমি ওষুধ আনতে গেছিলাম। গিয়ে দেখি ওই পুলিশ লাঠি দিয়ে রিপনকে মারছে আর দোকান থেকে বের হতে বলছে। এ সময় সে হুমকি দিতে থাকে বের না হলে গুলি করবে। পরে আমি রাইফেলের বাট ধরে ফেলায় সে গুলি করলেও সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পাথরের মধ্যে লাগে।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি তাইজেল হোসেন বলেন, রিপনকে মারতে মারতে ওই পুলিশ বলে দোকান থেকে বের না হলে গুলি করে দেব। আর আশপাশের লোকজনকে হুমকি দিতে থাকে এগোলেই গুলি করবে। পরে সে গুলি করে।

ঘটনাস্থলের পাশের এক দোকানদার বলেন, আমি এখানে আসতে আসতে দেখি তুষার ওই পুলিশের রাইফেল ধরে রেখেছে আর পুলিশ চারপাশে রাইফেল ঘুরাচ্ছে আর বলছে গুলি করে দেব। আমি যেতে না যেতেই সে গুলি করে দেয়।

মোটরসাইকেল মেকানিক রিপনের বাবা মতিয়ার হোসেন বলেন, আমার ছেলেকে বিনা অন্যায়ে পুলিশ মেরেছে। সে মেকানিক না, তরকারি বিক্রি করে। তবে টুকটাক মোটরসাইকেলের কাজ জানে। ওর অপরাধ শুধু বলেছে এ কাজ আমি করতে পারব না। এতেই লাঠি দিয়ে ছেলেকে মেরেছে, দোকান ভাঙচুর করেছে। পাশের এক দোকানদার বন্দুক ধরে ফেলায় আমার ছেলের গায়ে গুলি লাগেনি।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া কালবেলাকে বলেন, আমাদের একজন পুলিশ সদস্য যশোরে ডিউটিতে যাচ্ছিল। পথিমধ্যে তার মোটরসাইকেল নষ্ট হলে সে শিওরদাহ বাজারে গ্যারেজে যায়। সেখানে লোকজনের সঙ্গে তার কথাকাটাকাটি, ধাক্কাধাক্কি, হাতাহাতি হয়। পরে ওর কাছে থাকা একটি রাইফেল থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায় যেটাকে আমরা মিসফায়ার বলি।

তিনি বলেন, এটা নিয়ে খুব উত্তেজনার সৃষ্টি হয়, এলাকার লোক উত্তেজিত হয়। সিনিয়র কর্মকর্তাসহ আমরা সেখানে যাই, ক্যাম্প থেকে ওকে আমরা পুলিশ লাইনে নিয়ে আসি। ওর কাছ থেকে অস্ত্র ও গুলি সিজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর পর চবির পঞ্চম সমাবর্তন, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ

দুদকের ফাঁদ মামলা  / ঘুষের টাকাসহ হাতেনাতে আটক দক্ষিণ সিটির ওয়ার্ড সচিব 

‘রিসাইক্লিং হিরো’ খেতাব পেলেন দুবাইয়ের কিশোর ঋষভ মিত্তল

আরও একটি যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব?

শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান

রূপনগরে ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

সাবেক এমপি নাবিল ও তার পরিবারের ৩৬২ একর জমি জব্দ

সাবেক রাষ্ট্রপতির জামাতাসহ বাধ্যতামূলক অবসরে ২ কর কমিশনার

জন্মদিনেই না ফেরার দেশে শিশু সিনহা

পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ

১০

শেখ পরিবারের জুয়েল-রুবেল-সোহেল-তন্ময়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১১

ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ

১২

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

১৩

৫ দিনের রিমান্ডে ছোট সাজ্জাদ

১৪

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

১৫

‘ডিবির হারুনের’ ঘনিষ্ঠ জাহাঙ্গীরের সম্পদ জব্দ

১৬

চাঁদপুরের চলছে শত বছরের পুরোনো খাল খনন

১৭

আবেগের উচ্চতর পর্যায়ে ভারতীয়রা, পাকিস্তানে হামলার আহ্বান

১৮

ঢাকায় নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছে আওয়ামী লীগ

১৯

‘বাড়তে পারে চালের দাম’

২০
X