পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে লাইনম্যান মো. হাসনাইন (২২) নিহত হয়েছেন। সহকর্মীদের অভিযোগ সিনিয়র অফিসারদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার (৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রদ্বিপ ইউনিয়নের চরনিমদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাসনাইন ভোলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে ঘটনাস্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল প্রায় ৭ দিন। ঝড়ের আগে থেকেই ওই ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের টেকনিশিয়ান ছুটিতে ছিলেন। আজ অফিস থেকে জুনিয়র দুজন লাইন ক্রু সংযোগটি চালু করতে গেলে বিদ্যুৎস্পর্শে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীদের অভিযোগ, লাইন সংযোগের সময় একজন সিনিয়র টেকনিশিয়ান সেখানে থাকা প্রয়োজন কিন্তু আমাদের অফিসাররা জুনিয়রদের প্রেসার দিয়ে টেকনিশিয়ান ছাড়া কাজটা করানোর কারণে সহকর্মী নিহত হয়েছেন। তাই এ দুর্ঘটনার জন্য তারা সিনিয়র অফিসারদের দায়ী করেছেন।
অভিযোগের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরী গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আমাদের সহকর্মী পুলে কাজ করার সময় ট্রান্সফরমার ডাউন না করে, সংযোগ দিচ্ছিল। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনি মারা গেছেন। এজন্য দুঃখ প্রকাশও করছি।
মন্তব্য করুন