একটি সড়ক সংস্কারের অনিয়মের সংবাদ প্রকাশের এখন তার সুফল পাচ্ছে স্থানীয় এলাকাবাসী। ‘রাতের আঁধারে নিম্নমানের ইটে হচ্ছে সড়কের কাজ’ শিরোনামে গত ১ এপ্রিল দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হয়েছিল। সংবাদ প্রকাশের পর পত্রিকার বরাত দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইড়া-সিঅ্যান্ডবি সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনালকে সড়কে ব্যবহার করা নিম্নমানের ইট, রাবিশ অপসারণ করতে নোটিশ দেন উপজেলা প্রকৌশলী রায়হান আলম।
প্রকাশিত সংবাদ ও উপজেলা প্রকৌশলী রায়হান আলমের তৎপরতায় ওই সড়কে ব্যবহার করা নিম্নমানের ইট, রাবিশগুলো সরিয়ে নিয়ে এখন ভালো মানের মালামাল দিয়ে সংস্কার কাজ করছেন এসএস ইন্টারন্যাশনালের কর্ণধার শামীম সরকার। ভালো মানের ও মানসম্মত মালামাল দিয়ে সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু হওয়ায় এলাকাবাসী আনন্দিত। অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সুফল পাচ্ছেন তারা। এলাকাবাসী এজন্য কালবেলাকে সাধুবাদ জানান। কালবেলা এভাবেই অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সিঅ্যান্ডবি থেকে বাইড়া সড়কের ১ হাজার ২০ মিটার অংশের সংস্কার কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনাল। যার ব্যয় আশি লাখ টাকা।
ঠিকাদার শামীম সরকার বলেন, সড়কের কাজটি আমার লাইসেন্সে হলেও কাজটি করছিল একজন সাব কন্টাক্টর। নিম্নমানের মালামালের বিষয়টি আমি জানতাম না। এখন আগের মালামাল সব সরিয়ে নিয়ে ভালো ইটের মাধ্যমে কাজটি করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করা হবে।
মুরাদনগর উপজেলা প্রকৌশলী রায়হান আলম বলেন, সড়কটিতে রাতের আঁধারে নিম্নমানের মালামাল দিয়ে কাজ করতে গেলে আমরা অবগত হই এবং ব্যবস্থা নেই। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হলে সেটা সংশোধন করার সুযোগ দিয়ে ঠিকাদারকে সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছিল। তাকে এখন পর্যন্ত কোনো বিল পরিশোধ করা হয়নি। বর্তমানে নিম্নমানের মালামাল অপসারণ করে ভালো মানের ইট এনেছে জানালে আমরা সাইটে যাই। নির্বাহী প্রকৌশলী দপ্তরের ল্যাবরেটরি থেকেও সাইটের মালামালের নমুনা সংগ্রহ করা হয়েছে। মালামালের মান সঠিক হওয়ায় পুনরায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। ঠিকাদারকে অন্যায় সুবিধাদানের কোনো প্রবৃত্তি প্রকৌশল অফিসের নেই।
মন্তব্য করুন