টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজের ৯ দিন পর শিশু নওশিন ইসলাম শর্মিলার পঁচে যাওয়া বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) সকালে উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামে শিশুটির বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
নওশিন ইসলাম শর্মিলা উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামের সুমন মিয়া মেয়ে। সে চিতুলিয়া পাড়া নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এর আগে গত ২৬ মে সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শর্মিলা। নিখোঁজের পর ভূঞাপুর থানায় অভিযোগ দিয়েছেন শিমুর পরিবার। জানা গেছে, সোমবার সকালে শর্মিলার বাড়ির পাশে জঙ্গলে একটি লাশ ভর্তি বস্তা কুকুরে টানাটানি করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে বিভিন্ন জায়গায় পড়ে থাকা হাড় সংগ্রহ করে। এ ছাড়া বস্তার ভিতরে পঁচা অংশ ও মাথার খুলি পাওয়া গেছে। লাশের অধিকাংশ পঁচে গেছে। ফলে চেনা যাচ্ছে না।
শর্মিলার বাবা সুমন মিয়া বলেন, এটি শর্মিলার লাশ কিনা আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পঁচে গেছে। কুকুর লাশের বস্তা টানাটানি করে দেহ ছিন্নভিন্ন করে ফেলেছে। তবে তার পরনের লাল পায়জামা দেখে ধারণা করছি এটি আমার মেয়ে শর্মিলা হতে পারে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলতে পারছি না।
ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে আলামত সংগ্রহ করে ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে বুঝা যাবে আসল ঘটনা।
মন্তব্য করুন