জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আইন সকলের জন্য সমান থাকছে না, একশ্রেণির মানুষ সবসময় আইনের ঊর্ধ্বে থাকছেন। উপর থেকে নির্দেশিত না হলে অনেক অপরাধী আইনের আওতায় আসছে না। এটি আইনের শাসন ও ন্যায়বিচারভিত্তিক ব্যবস্থা নয়, ফলে সুশাসন হচ্ছে না।’
রোববার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে এখন অন্যায়-অবিচারভিত্তিক সমাজ ব্যবস্থা গঠিত হচ্ছে। স্বাভাবিক জিনিস স্বাভাবিকভাবে চলছে না। যারা দুর্নীতি করছে, অপকর্মের সঙ্গে জড়িত, চাঁদাবাজি ও চোরাচালানের সঙ্গে জড়িত তারা যেন স্বাভাবিক হয়ে গেছে। আর সৎ ও দেশপ্রেমীরা অস্বাভাবিক হিসেবে গণ্য হচ্ছে।’ এর আগে তিনি সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ আশ্রম ঘুরে দেখেন। পরে লোকনাথ ব্রহ্মচারীর জীবনী ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন। শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যানকে স্বাগত জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক দুইবারের সাংসদ লিয়াকত হোসেন খোকাসহ স্থানীয় নেতারা।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কর্তৃপক্ষ ও লোকনাথ ভক্তরা বলেন, মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মকে ব্রহ্মচারী নিজ বুকে লালন করে তার জন্মস্থান ভারতসহ বিভিন্ন দেশ ভ্রণের পর দীর্ঘ ২৬ বছর সোনারগাঁয়ের বারদীতে অবস্থান করে ১৫০ বছর বয়সে ১৯ জ্যেষ্ঠ এ মহাসাধক দেহ ত্যাগ করেন। সেই থেকে প্রতি বছর ১৯ জ্যেষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।
নিরাপত্তার স্বার্থে আশ্রমের পুরো এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। উৎসবে আগতদের নিরাপত্তা দিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।
মন্তব্য করুন