রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে মনিরুল ইসলাম শেখ (৩৫) নামে গ্রামপুলিশ আহত হয়েছেন। সে উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের করম শেখের ছেলে।
শনিবার (০১ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মনিরুলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মনিরুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
আহত গ্রামপুলিশের মামাতো ভাই হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৫-৬ জন লোক ভাইয়ের বাড়িতে প্রবেশ করে মারধর করেন। একপর্যায়ে তার পায়ে কয়েকটি গুলি করে। তার কাছে কোনো চাঁদা দাবির কথা বলেনি। গুলি করার সময় সন্ত্রাসীরা মনিরুলের কাছে কোনো কিছু বলেনি। গুলি করে তারা পালিয়ে যায়। তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা তার পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামপুলিশ বলেন, পাংশা কলিমোহরে সাধারণ মানুষ নিরাপদ নয়। বর্তমানে গ্রামপুলিশকে গুলি করা হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা এ চাকরি ছেড়ে দিতে চাই।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রাজ্জাক ও রেজাউল নামে দুই ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। রেজাউলের স্ত্রী বিষয়টি গ্রামপুলিশ মনিরুলের কাছে অবহিত করেন। এই বিষয়কে কেন্দ্র করে তাকে গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন