পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা কালবেলাকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক শূন্য এবং এটি ৩ সেকেন্ড স্থায়ী ছিল। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইনের মাওলাইকে।
এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাঙ্গামাটি শহরে ভূমিকম্প অনুভূত হলে অনেক লোকজন ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। তবে ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হওয়ায় অনেকে অনুভবও করতে পারেনি।
রাঙ্গামাটির স্থানীয় বাসিন্দা ইয়াসিন রানা সোহেল জানান, দুপুর ২টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় তাড়াহুড়ো করে আমরা অফিস থেকে বের হয়ে যাই।
এর আগে, বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। সে সময়ও ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
মন্তব্য করুন