পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে রিনা আক্তার নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী ইপিজেড গেট এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রিনা আক্তার রাজশাহীর বাঘা উপজেলার চক সিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে। স্বামী মিলন হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রিনা আক্তার ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁ বারিন্দ লিমিটেড নামক গার্মেন্টসে চাকরি করেন। সকালে গার্মেন্টসে যাওয়ার সময় সড়কে স্বামী মিলন তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। ছুরিকাঘাতে পর নিহতের স্বামী মিলনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ইপিজেড এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহতের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম কালবেলাকে ব্ষিয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা স্বামী-স্ত্রী দুজনেই আলাদা বসবাস করতেন। নিহতের স্বামী মাদকাসক্ত।
তিনি বলেন, স্বামী মিলনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন