ঝালকাঠির সদরে পারিবারিক বিরোধের জেরে মাহফুজুর রহমান নামে এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১ জুন) দুপুরে সদর উপজেলার নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার নতুন স্টেডিয়াম রোডের বিকনা এলাকার আমির আলী হাওলাদারের ছেলে। আহতরা হলেন নিহতের বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগম।
স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের পারিবারিক বিরোধ চলছিল। দুপক্ষের মধ্যে গাছকাটা নিয়ে মারামারিও হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩১ মে) আমির হাওলাদার ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দেন।
শনিবার সকালে ঘটনা তদন্তের জন্য ঝালকাঠি থানার এএসআই অনিমেষ কবিরের বাড়িতে গিয়ে তদন্ত করে। এতে ক্ষিপ্ত হয় কবির ও তার পরিবারের লোকজন। তারা শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বসতঘরে এসে আমির আলীকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে মাহফুজুর রহমান এলে তাদেরও কোপানো হয়।
এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার বাবা-মাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।
ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার সাঈদ ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক পূর্বের বিরোধে বসতঘরে এসে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মাহফুজ নামে একজন মারা যান।
মন্তব্য করুন