ঝালকাঠি প্রতিনিধি ও বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১০:৪৩ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

ঝালকাঠির সদরে পারিবারিক বিরোধের জেরে মাহফুজুর রহমান নামে এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১ জুন) দুপুরে সদর উপজেলার নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার নতুন স্টেডিয়াম রোডের বিকনা এলাকার আমির আলী হাওলাদারের ছেলে। আহতরা হলেন নিহতের বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগম।

স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের পারিবারিক বিরোধ চলছিল। দুপক্ষের মধ্যে গাছকাটা নিয়ে মারামারিও হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩১ মে) আমির হাওলাদার ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দেন।

শনিবার সকালে ঘটনা তদন্তের জন্য ঝালকাঠি থানার এএসআই অনিমেষ কবিরের বাড়িতে গিয়ে তদন্ত করে। এতে ক্ষিপ্ত হয় কবির ও তার পরিবারের লোকজন। তারা শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বসতঘরে এসে আমির আলীকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে মাহফুজুর রহমান এলে তাদেরও কোপানো হয়।

এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার বাবা-মাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার সাঈদ ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক পূর্বের বিরোধে বসতঘরে এসে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মাহফুজ নামে একজন মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিভিত্তিক নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

চাঁদ জয়ের প্রস্তুতি নিতে শিশুদের আহ্বান প্রধানমন্ত্রীর

৬ষ্ঠ দিনেও আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

টিউলিপ কী মন্ত্রী হচ্ছেন?

বন্যা নিয়ে দুঃসংবাদ দুর্যোগ প্রতিমন্ত্রীর

জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত ফিলিস্তিনিরা

নিজ এলাকায় চিকিৎসা নিতে এমপিদের অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে : আইনমন্ত্রী

তাঁতীবাজার সড়ক অবরোধ / গান-কবিতায় বেগবান হচ্ছে জবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

প্রথম কার্য দিবসে কী করবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

১০

এসিআইয়ে অভিজ্ঞতা ছাড়া চাকরি, আছে বিদেশ ভ্রমণের সুবিধা

১১

বাবাকে খুঁজে পেতে নড়াইলের তরুণী পাবনায়

১২

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

১৩

লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান

১৪

নৌকাডুবে প্রাণ গেল দুই বন্ধুর

১৫

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

১৬

সুপার স্পেশালাইজডের বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন : বিএসএমএমইউ উপাচার্য

১৭

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটাবিরোধী বিক্ষোভ শুরু

১৮

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

১৯

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

২০
X