বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুঁড়ি নয়। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
শনিবার (১ জুন) নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে ঢেউটিন, ২৫ কেজি চাল ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের যে লক্ষ্য নিয়ে কাজ করছে তার সুফল পাচ্ছে এখন জনগণ। যারা বিত্তবান বা সমাজে একটু প্রতিষ্ঠিত তারা সমাজের দরিদ্র নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে তিনি এ আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন