বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভারতের অকৃত্রিম অবদানের কথা কখনো ভোলার নয় বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
শুক্রবার (৩১ মে) বিকেলে সুনামগঞ্জের ছাতকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সিলেট ভারতীয় সহকারী হাইকমিশন ও ছাতক মদন মোহন বিদ্যাপীঠের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান বলেন, ভৌগোলিক সীমারেখায় পৃথক ভূখণ্ড হলেও ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন দিকে ভারত-বাংলাদেশের মিলও রয়েছে উল্লেখ করার মতো। বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতকে সব সময়ই পাশে চায় বাংলাদেশ।
মুখ্য অতিথির বক্তব্য রাখেন ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট অঞ্চল) শ্রী চন্দন শেখর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো সুখে-দুঃখে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, ভারতীয় হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, শিক্ষা ও বাণিজ্য) শ্রী মানস কুমার মুস্তাফি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামী লীগের সদস্য প্রদ্যুত কুমার তালুকদার।
এ ছাড়াও বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, তিররাই গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র দাস, সদস্য কেশব রঞ্জন দাস প্রমুখ।
মন্তব্য করুন