দীর্ঘ কয়েক বছরের বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগে কুমারখালী পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (৩০ মে) সংযোগ বিচ্ছিন্নের অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও পৌর সংশ্লিষ্টদের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাতের মধ্যে বৈঠকের পর সমঝোতার মাধ্যমে বিদ্যুৎ বিচ্ছিন্নের ১ ঘণ্টার মধ্যেই পুনঃসংযোগ প্রদান করা হয়।
ওজোপাডিকোর তথ্য মতে, ২০০৭ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ১২৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে পৌরসভার নিয়ন্ত্রণাধীন ৬টি মিটারে। এ বিষয়ে একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে নোটিশ দিলেও সাড়া না পেয়ে বৃহস্পতিবার মিটারগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কাউন্সিলর জানান, আগে প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকার বিদ্যুৎ বিল আসত। ২০২২ সালে মিটার প্রি-পেইড করারই পর ১ লাখ ৫০ টাকা বিল আসছে। অতীতে বিদ্যুতের কর্মকর্তারা মনগড়া এমন বিল করেছেন। ঘটনাটি বুঝতে পেরে পরের বছর জুন মাসে কুষ্টিয়া সিভিল কোর্টে মামলা করে পৌর কর্তৃপক্ষ। মামলাটি কোর্টে চলমান রয়েছে। এরপরও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বারবার নোটিশ দেওয়ার পরও পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এ কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধের আশ্বাস দিলে পুনরায় সংযোগ প্রদান করা হয়।
পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ বলেন, বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটি মিটে গেছে।
মন্তব্য করুন