মরদেহ চাঁদপুরের হাইমচরের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধারের ৪ দিনেও মরদেহ শনাক্ত করতে পারেনি পুলিশ। যদিও পুলিশের একাধিক টিম এই বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন নীলকমল নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মো. আব্দুল খালেক।
এর আগে হাইমচরের গাজীপুর ইউনিয়নের মাঝির বাজারের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকার মেঘনা নদী হতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করে নীলকমল নৌপুলিশ।
এ বিষয়ে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মো. আব্দুল খালেক বলেন, মরদেহটি একজন পুরুষ লোকের। আমরা তা উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখন এটি নিয়ে পিবিআই ও সিআইডি কর্তৃক অজ্ঞাত লোকটির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
মন্তব্য করুন