চাঁদপুরের মতলব উত্তরে অনুমতিহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ‘মাশাল্লাহ-আলহামদুলিল্লা’ খামারের ৮টি গরু গুরুতর অসুস্থ হয়েছে। এতে তার ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে। এ বিষয়ে খামার মালিক লিটন থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মে) বিকেলে ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস কেটে গরুকে দিয়েছে খামারি জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়েছে ৮টি গরু। গরুর অবস্থা খারাপ দেখে খামারেই ৩টি গরু জবাই করে ও ৫টি গরু কসাইর কাছে স্বল্পমূল্যে বিক্রি করে। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ার কারণে কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবার চালু করায় প্রভাব পরছে।
খামার মালিক জসিম উদ্দিন লিটন জানান, ৫ বছর ধরে খামার করছি। কোনোদিন অসুবিধা হয়নি। এই প্রথম ব্যাটারি কারখানা সংলগ্ন ক্ষেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি ঐগুলোরও সমস্যা হয় তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
এদিকে কারখানা মালিক সোহেল বলেন, সামান্য পরিবেশ দূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অন্য সকল কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয় সেহেতু কারখানাটি বন্ধ করে দিব।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, খবর পাওয়ার পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত মিশ্রিত গ্যাস ছিল। যার কারণে গরুগুলো অসুস্থ হয়েছে।
মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন