৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী সদরে পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাদের আটক করেন।
জানা গেছে, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিদর্শনকালে জালভোট দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে আটক করে।
প্রিসাইডিং কর্মকর্তা ও ছনুয়া উচ্চ বিদ্যলায়ের প্রধান শিক্ষক উজ্জল চন্দ্র দাস জানান, জালভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহআলম ও পোলিং কর্মকর্তা নাছির উদ্দিন মানিককে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এ সময় মোটরসাইকেল প্রতীকের পোলিং এজেন্ট মানিককে পুলিশে সোপর্দ করা হয়। শাহআলমকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, জালভোট দেওয়ার অপরাধে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাকে আটক করার বিষয়টি তিনি শুনেছেন।
ফেনী মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশি হেফাজতে রাখার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, ফেনী সদর উপজেলার ১৪০ কেন্দ্রের ১ হাজার ৬৫টি বুথে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৯৪ জন। সদরে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল (দোয়াত কলম), অ্যাড. মনজুর আলম (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আ.লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকার (টিউবওয়েল), গোলাম কিবরিয়া (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার (কলস), আঞ্জুমান আক্তার (প্রজাপতি)।
মন্তব্য করুন