মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড মনপুরা

ঘূর্ণিঝড় রিমালে মনপুরা দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালে মনপুরা দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : কালবেলা

ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় পুরো উপকূল। ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর বিপর্যস্ত মনপুরায় ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘরবাড়ি, বেড়িবাঁধ, সবজি ক্ষেত ও পাকা-কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়াও শত শত পুকুর ও ঘেরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে।

এদিকে গত তিন দিন ধরে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে রয়েছে। ওই সমস্ত আশ্রয়কেন্দ্রে মানুষ মুড়ি ও বিস্কুট খেয়ে কোনোমতে মানবেতর জীবনযাপন করছে।

তবে মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ক্ষতির চিত্র তুলে ধরা হয় তা মানতে নারাজ স্থানীয় বাসিন্দাসহ জনপ্রতিনিধিরা। তারা জানান, ঘূর্ণিঝড়ে আরও ব্যাপক ক্ষতি হয়। প্রকৃত চিত্র প্রশাসন তুলে আনতে পারেনি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, উপজেলার ৫টি ইউনিয়নে দুই হাজার পাঁচশ ঘর-বাড়ির ক্ষতি হয়। এর মধ্যে ৫০০ সম্পূর্ণ ও ২ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনপ্রতিনিধিরা জানান, ৫ হাজারের ওপরে ঘরবাড়ির ক্ষতি হয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উপজেলার চারটি ইউনিয়নের ১২টি পয়েন্টে ১৬৫ মিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। এ ছাড়াও ওই সমস্ত ইউনিয়নে ৩২০০ মিটার বেড়িবাঁধের ক্ষতি হয়।

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে ৪ কিলোমিটার পাকা সড়ক ক্ষতি হয়। কাঁচা রাস্তা ৬.৮ কিলোমিটার ক্ষতি হয়। হাজিরহাট ও বেড়িবাঁধহীন কলাতলী ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়।

এছাড়া কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১শ হেক্টর সবজির ক্ষেত জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতি হয়।

এ ব্যাপারে হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, বেড়িবাঁধ ভেঙে পুরো উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ৫ হাজারের অধিক ঘরবাড়ি ক্ষতি হয়।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম জানান, পুরা উপজেলার ক্ষয়ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারিভাবে সহযোগিতা এলে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে দাওয়াত দিয়ে এনে জামাইকে গণধোলাই

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১০

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১১

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১২

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১৩

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৪

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৫

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৬

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৭

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

১৮

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

১৯

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

২০
X