উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির চাল বরাদ্দের ডিও ছাড় দিতে ডিলারদের কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলা উপখাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে।
ঘুষ বাণিজ্যের কারণে চাল তুলতে হিমশিম খাচ্ছে ডিলাররা কিন্তু প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ওই পরিদর্শকের ঘুষ বাণিজ্যের একটা ভিডিও ফুটেজ চলে আসে কালবেলা প্রতিনিধির হাতে। ঘুষ বাণিজ্যের বিষয়ে অভিযুক্তের কাছে জানতে চাইলে অভিযোগের প্রমাণ মিলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, খাদ্যবান্ধব কর্মসূচি ডিও নিতে ১ হাজার টাকা ঘুষ দিতে হয়। ডিলারশিপ নিয়ে আমরা বিপাকে আছি।
অভিযোগের বিষয়ে উপজেলা উপখাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারি অফিসে আমাদের পয়সা না দিলে অফিস চলে? এটা তো সিস্টেমে চলে সব জায়গায়।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। ঐ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনোয়ার হোসেন বলেন, ঘুষ বাণিজ্যের বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন