বেড়া (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অসময়ে যমুনায় বিলীন অর্ধশতাধিক বসতবাড়ি

অসময়ে যমুনায় ভাঙন। ছবি : কালবেলা
অসময়ে যমুনায় ভাঙন। ছবি : কালবেলা

অসময়ে যমুনা নদীভাঙনের কবলে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এতে হুমকির মুখে পড়েছে এখানকার কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। ভাঙন প্রতিরোধে দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানিয়েছে গ্রামবাসী।

উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চর নাগদাহ, হাটাইল আরালিয়া চরসাড়াসি গ্রামসহ নতুন ভারেঙ্গা ইউনিয়নের লেওলাই পাড়াসহ বেশ কয়েকটি গ্রাম। চরসাড়াসি ও চরনাগদাহ গ্রামের ভাঙনকবলিত অসহায় মানুষগুলো অন্যথায় চলে যাচ্ছেন।

এরইমধ্যে ১৫ দিনে লেওলাইপাড়া গ্রামের প্রায় অর্ধশত বিঘা ফসলী জমি ও চড়সাড়াসি গ্রামে ১৫/২০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বসবাসের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকেই।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন ভারেঙ্গার লেওলাইপাড়া গ্রামের নদীপাড়ের ফসলী জমি ভেঙে বিলীন হচ্ছে নদীতে। আর সে দৃশ্য দেখে বাসিন্দাদের চোখে চিন্তার ছাপ। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শুধু খোঁজখবর নেয় কিন্তু কোনো কাজ শুরু করেনি। স্থানীয়দের দাবি, এবার ভাঙনের হুমকিতে রয়েছে এখানকার বিদ্যুৎ সংযোগ স্থাপনা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে গ্রামবাসীর দিন কাটছে আতঙ্ক-উৎকণ্ঠায়। তাই ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। চরনাগদাহ গ্রামের কৃষক ইমদাদুল হক বলেন, নদীভাঙনে আমি পাঁচবার বসতভিটাসহ প্রায় দশ বিঘা জমি হারিয়েছি। সপ্তাহ খানেক আগে আবারও বসতভিটা হারিয়েছি। আমাদের গ্রামের একটি পাড়া নদীতে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। হাটাইল চরের কৃষক জয়নাল মোল্লা বলেন, প্রতিবছরই বর্ষাকালে চরের মানুষ নদীভাঙনে বাড়িঘড় জমি হারায়। এবার আবার এই অ সময়ে নদীতে ভাঙন শুরু হয়েছে। কয়দিন আগে আমার দুই বিঘা বোরো ধান ও এক বিঘা তিল ক্ষেত নদী গিলে খেয়েছে। সব মিলিয়ে আমি প্রায় ১০ বার এ নদীভাঙনের শিকার হয়েছি। আমাকে সর্বস্বান্ত করে দিয়েছে এই নদী। বর্ষার পর নতুন বাড়ি করেছি, এক সপ্তাহ এই ভাঙন থাকলে এটাও হয়তো নদীতে ডুবে যাবে। নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আবু দাউদ জানান, গত দুই সপ্তাহ ধরে আমার ইউনিয়নের লেওলাইপাড়া গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গেল এই কয়দিনেই প্রায় অর্ধশতাধিক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে দ্রুত জিওব্যাগ না ফেললে ভয়াবহ রূপ নিতে পারে। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি জানান। বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ড পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বলেন, বেড়ার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি। আমরাও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। অতি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমানায় আরাকান আর্মির অনুপ্রবেশে জামায়াতের উদ্বেগ

যাত্রাবাড়ী থানার এসআই’র বিরুদ্ধে বরিশালে ধর্ষণ মামলা

‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’

বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনীর মতো আচরণ করছে : নাছির

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে আলটিমেটাম, কাল থেকে আমরণ অনশন

ত্যাগ আর ভালোবাসার গল্প ‘ডক্টর আদনান’

ই-ক্লাব ঈদ রিইউনিয়নে উদ্যোক্তাদের প্রাণের স্পন্দন

গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক

তিন দাবিতে ‘আগামীর ভোলা’র বিক্ষোভ সমাবেশ

১০

রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত

১১

দুপুরে অভিযান, সন্ধ্যায় আ.লীগের মিছিল

১২

যুদ্ধবিরোধী ইসরায়েলি জনগণ, যুদ্ধপিয়াসী নেতানিয়াহু

১৩

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

১৪

সংগ্রাম এখনো শেষ হয়নি, নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

১৫

আ.লীগ কার্যালয় এখন বাকরখানির দোকান

১৬

‘প্রমাণ নেই’ বলে গাজার ১৫ স্বাস্থ্যকর্মী হত্যার দায় এড়াল ইসরায়েল

১৭

এনসিসির প্রস্তাবে একমত নই : বিএনপি

১৮

এবার নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

১৯

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে শহর ঘোরাল ছাত্রদল, ভিডিও ভাইরাল

২০
X