নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিকল হয়ে আটকা পড়েছে। ফলে মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টা থেকে ফ্লাইট বাতিল হয়ে বিমানবন্দরের অন্যান্য উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ বন্ধ রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশের উড়োজাহাজটি অবতরণের পর সামনের চাকায় (নোজ হুইল) ত্রুটি দেখা দেওয়ায় রানওয়েতে আটকা পড়ে। তবে এর ত্রুটি মেরামতের কাজ করছে বিমানবন্দরের স্থানীয় টেকনিশিয়ানরা। এ কাজে সৈয়দপুর সেনানিবাসের একদল প্রকৌশলীকেও যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা বিমানের ত্রুটি মেরামতের কাজ করছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সাড়ে ৮টায় বিমানবন্দরের রানওয়েতে নামে। এ সময় বিমানের নোজ হুইলে ত্রুটি দেখা দেওয়ায় রানওয়েতে তা বিকল হয়ে যায়। এতে অল্পের জন্য ফ্লাইটে থাকা ৬০ জন যাত্রী প্রাণে রক্ষা পায়। এদিকে বিমানটি রানওয়েতে আটকে থাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট বন্ধ রয়েছে।
বাংলাদেশ বিমান সৈয়দপুর জেলা বিমান অফিসের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর জানান, বিমানটির ত্রুটি সারানোর জন্য স্থানীয় টেকনিশিয়ানরা কাজ করছেন। এ কাজে সৈয়দপুর সেনানিবাসের একদল প্রকৌশলীকে যুক্ত করা হয়েছে। তারা বিমানটি ত্রুটি সারানোর কাজ চলছে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লোব কুমার ঘোষ জানান, বাংলাদেশ বিমানের সামনের চাকা ত্রুটির কারণে রানওয়েতে বিকল হয়ে রয়েছে। ফলে সকাল থেকে অন্যান্য বিমান সংস্থার ফ্লাইটে ওঠানামা বন্ধ রয়েছে। এতে করে কয়েকটি ফ্লাইটের যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। এতে বিমানবন্দরের যাত্রী চাপ সৃষ্টি হয়েছে। বিমানটির ত্রুটি মেরামতের জন্য আরও দুই ঘণ্টা সময় লাগতে পারে। ত্রুটি মেরামত শেষ হলেই ফ্লাইটের চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন