বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ ১৭টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবলীলায় অসংখ্য ঘর-বাড়ি, রাস্তাঘাট লন্ডভন্ড হয়ে হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে দুর্যোপূর্ণ এলাকার মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ১১ কিলোমিটার কাঁচা রাস্তা, ১০কিলোমিটার পাকা রাস্তা, ১০টি ব্রীজ-কালভাট, ৪টি বাঁধ, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এবং ১০-১৫টি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে এবং সংযোগ তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছে কয়েকশ হেক্টর জমির ফসল, বিশেষ করে পাট, মরিচ, কাঁচা তরিতরকারিসহ অসংখ্য পুকুরের মাছ পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি হিসেবের চেয়ে আরও বেশী ক্ষতি হয়েছে বলে দাবী দুর্গত এলাকাবাসির।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ ইউএনও কাজী আনিসুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মেহেন্দিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত এবং ঘরবাড়ি রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন