জামালপুরের ইসলামপুরে কালোবাজারির হামলায় একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আহত ওই সাংবাদিককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ মে) দুপুরে ইসলামপুর পৌর শহরের গাওকুড়া আরিফ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম এনামুল হক। তিনি দৈনিক কালবেলার ইসলামপুর উপজেলা প্রতিনিধি। অভিযুক্ত চাল কালোবাজারির নাম আরিফ। তিনি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের চাল কালোবাজারি করে আসছেন।
জানা গেছে, রাইস মিলে সরকারি বিভিন্ন প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করা হয়েছে এমন খবর পেয়ে সরেজমিনে যাচাই করতে গেলে কালোবাজারি আরিফ তাকে পার্শ্ববর্তী তার চেম্বারে যেতে বলেন। গোডাউনের মতো অপর চেম্বারে ডেকে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই আরিফ পাশে থাকা ধারালো বুঙ্গা (বস্তা থেকে চাল বের করার যন্ত্র) এনামুলের বুকের বামপাশে ঢুকিয়ে দেয়। ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় আরিফ।
রক্তাক্ত এনামুলকে লোকজন দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত এনামুলের আঘাত যথেষ্ট গুরুতর।
আহত এনামুল জানিয়েছেন, তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করেন ওই কালোবাজারি। হৃৎপিণ্ড বরাবর আঘাত করে সে মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আহত সাংবাদিকের খোঁজখবর রাখা হচ্ছে। দ্রুত সময়ে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন