ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড ভোলার দৌলতখান। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। ঘরের ওপর গাছ পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ দিন ধরে বন্ধ রয়েছে বিদ্যুৎ। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। মোবাইল ফোনে চার্জ ও নেটওয়ার্কের সমস্যার করণে বাইরে থেকে কেউ যোগাযোগ করতে পারছে না।
সোমবার (২৭ মে) শিশুটির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়াও ওই পরিবারের আরও তিনজন সদস্য আহত হয়েছেন।
ঘরে গাছ পড়ে মৃত্যু হওয়া ওই শিশুর নাম মাইশা (৪)। সে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. মনির হোসেনের মেয়ে।
নিহতের বাবা মনির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘূর্ণিঝড়ে ঘরে গাছ ভাইঙা পড়লে আমার মেয়ে চাপা পইড়া জায়গায় মারা গেছে। শত চেষ্টা কইরাও মেয়েডারে বাঁচাতে পারি নাই। ঘূর্ণিঝড়ে নিয়া গেল আমার মাইয়াডারে।
মাইশার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল।
মন্তব্য করুন