রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১১:৪৬ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাহাড়ধসের আশঙ্কা

রাঙামাটির পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি। ছবি : কালবেলা
রাঙামাটির পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে পার্বত্যাঞ্চলে পাহাড়ধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এরপর থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে শুরু হয়েছে মাইকিং। সতর্ক করা হয়েছে ঝুঁকিতে বসবাস করা মানুষকে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র।

রাঙামাটিতে ঝুঁকি দেখলে জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে চলে আসতে মাইকিং করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় পৌরসভায় ২৯টি এবং ১০টি উপজেলায় ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলা সদরসহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ছাড়াও পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনসমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সোমবার মধ্যরাত থেকে রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। তবে জেলার কোথাও কোনো ভারি বৃষ্টির খবর পাওয়া যায়নি এবং কোনো পাহাড় ধসের খবর পাওয়া যায়নি।

রাঙামাটির শহরের ভেদভেদী, রূপনগর, শিমুলতলীসহ বেশ কয়েকটি এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অন্তত ১০ হাজারের বেশিও মানুষ। বসবাসকারীরা বলছে, ভারী বর্ষণ হরে তারা আশ্রয়কেন্দ্রে যাবে। ২০১৭ সালে রাঙামাটিকে পাহাড় ধসে ১২০ জন জনের মৃত্যু হয়।

অপরদিকে বান্দরবানেও শুরু হয়েছে থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বান্দরবানে জেলা-উপজেলায় জরুরি সভা করা হয়েছে। এ ছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২১৪টি আশ্রয়কেন্দ্র।

পার্বত্য জেলা খাগড়াছড়িতেও শুরু হয়েছে বৃষ্টি। শহরে ১০টিসহ জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তবে তিন পার্বত্য জেলার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে না। ভারী বৃষ্টি শুরু হলে ঝুঁকিতে থাকা মানুষেরা আশ্রয়কেন্দ্র আসতে শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাঙামাটির জেলা প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন, রাঙামাটিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা থাকায় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে স্বাভাবিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে ক্ষয়ক্ষতি কমাতে স্বাভাবিক প্রস্তুতির কথা জানিয়েছেন বান্দরবান ও খাগড়াছড়ি জেলা প্রশাসনও।

ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকতে কী করবেন?

ঘূর্ণিঝড়ের সময় নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন, আর কী করবেন না-

১. বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। গাছের ব্যাপারে সতর্ক থাকুন। যাতে বাড়ির ওপর এসে না পড়ে।

২. টিনের পাতলা শিট, লোহার কৌটা যেখানে সেখানে পড়ে থাকলে এক জায়গায় জড়ো করুন। না হলে ঝড়ের সময় এর থেকে বিপদ হতে পারে।

৩. কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাঁচের জানালায় সাপোর্ট দেওয়া যায়।

৪. ফোন, ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে থেকেই চার্জ দিয়ে রাখুন।

৫. হালকা শুকনো খাবার রাখুন বড়সড় বিপদের জন্য।

৬. পর্যাপ্ত পানি মজুত রাখুন।

৭. যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেখানে আশ্রয় নিন।

৮. বাড়ির পোষ্য ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন।

৯. বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভি খবরে নজর রাখুন। না হলে রেডিও চালিয়ে রাখতে পারেন।

১০. ঝড় থামতেই বাইরে বের হবেন না। অপেক্ষা করুন কারণ ঘূর্ণিঝড় চক্রাকারে ঘোরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাদের হামলায় যুবদল নেতা মিরান নিহত

বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর : এনসিপি নেতা শিশির

বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজতও

শাহবাগের আগুন নিয়ন্ত্রণে

নরেন্দ্র মোদি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন?

পেসারদের নেতৃত্বের বাধা দেখেন না সুজন

ট্রেন পরিষ্কার করতে বছরে খরচ দেড় কোটি টাকা

সেই ইয়াসিনের পরিবারকে ঘর দেবেন তারেক রহমান

ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে বার্নাব্যুতে রিয়ালের বিপর্যয়

ইরানে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব ট্রাম্পের

১০

মৃত মুরগি নিয়ে থানায় বৃদ্ধা, বিচারের আশ্বাস ওসির

১১

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

১২

বাকৃবির গবেষণায় টমেটোর নতুন জাত উদ্ভাবন

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল ২ যুবকের

১৪

বাকির টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পেটালেন আ.লীগ নেতা

১৫

অবশেষে মুক্ত হলেন ১৮ দিন অবরুদ্ধ থাকা দুই পরিবার

১৬

শাহবাগে আগুন

১৭

সায়মা ওয়াজেদের গ্রেপ্তারের দাবিতে প্রচার, যা জানা গেল

১৮

মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত : এক নারীর প্রতিবাদ

১৯

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

২০
X