মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১২:৩৯ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে মহাবিপৎসংকেতের সাইরেনটি অকেজো

আমতলী উপজেলার পরিষদের সামনে অকেজো পড়ে আছে ঘূর্ণিঝড় সতর্কবার্তা প্রচারের পলিফোনিক সাইরেন। ছবি : কালবেলা
আমতলী উপজেলার পরিষদের সামনে অকেজো পড়ে আছে ঘূর্ণিঝড় সতর্কবার্তা প্রচারের পলিফোনিক সাইরেন। ছবি : কালবেলা

দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা হিসেবে পরিচিত বরগুনা। এ জেলার আমতলী উপজেলা পরিষদের সামনে ঘূর্ণিঝড়ের মহাবিপৎসংকেত প্রচারে জাইকার অর্থায়নে স্থাপন করা হয়েছিল পলিফোনিক সাইরেন। স্থাপনের সময় সাইরেনটি বাজলেও বর্তমানে শুধু সাইরেনটিই আছে, কিন্তু নেই তার কোনো শব্দ। ফলে ঘূর্ণিঝড়ের মহাবিপৎসংকেতের সময় স্থানীয়রা বিষয়টি বুঝতেই পারেন না।

২০০৭ সালে সুপার সাইক্লোন সিডরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। এরপর ঘূর্ণিঝড় থেকে মানুষকে বাঁচাতে মহাবিপৎসংকেত প্রচারের জন্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) অর্থায়নে আমতলী উপজেলা পরিষদের ভবনের সামনে স্টিলের পাইপে উঁচু করে স্থাপন করা হয় পলিফোনিক সাইরেন। ছয়টি ছোট মাইকসংবলিত উচ্চক্ষমতাসম্পন্ন এই সাইরেনটির আওয়াজ তিন বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কেবল ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর প্রয়োজন হলে এ ধরনের সাইরেন বাজিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়। কিন্তু দুর্যোগের সময় এই সাইরেনটি এখন কোনো কাজেই আসছে না। দীর্ঘ ৯ বছর ধরে এটি বিকল রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও অবনতি হলেও পরিফোনিক সাইরেনটি অকেজো থাকার কারণে সেটি বাজানো সম্ভব হচ্ছে না।

আমতলী উপজেলা সিপিপি টিম লিডার আ. ওহাব আকন বলেন, মহাবিপৎসংকেত প্রচারের জন্য ৩ বর্গকিলোমিটার উচ্চক্ষমতার এই সাইরেনটি বসানো হলেও বর্তমানে এটি অকেজো। ফলে আসন্ন ঝড়ে মানুষ সাইরেন শুনতে না পেয়ে বিপদে পড়তে পারেন। এটি মেরামতের চেষ্টা করা হয়েছিল। কিন্তু চালু করা সম্ভব হয়নি।

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন বলেন, সাইরেনটি দীর্ঘদিন ধরে অকেজো রয়েছে। তবে এটির সুইচে কারিগরি ত্রুটি রয়েছে। স্থানীয় টেকনিশিয়ান দ্বারা সারানোর চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি। ঢাকা থেকে ভালো টেকনিশিয়ান দ্বারা মেরামতের কাজ চলমান রয়েছে।

আমতলী পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বলেন, ১০ নম্বর মহাবিপৎসংকেত প্রচারে এবং মানুষের কাছে সাইরেনের শব্দ পৌঁছাতে এই সাইরেনটি অতি প্রয়োজন ছিল।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সাইরেনটির সুইচে সমস্যা রয়েছে। এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় টেকনিশিয়ান মাধ্যমে মেরামতের চেষ্টাও করেছি। ঢাকা থেকে টেকনিশিয়ান এনে মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রেমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X