রেকর্ড ভেঙেছে লালমনিরহাটের পাটগ্রামের তাপমাত্রা। কয়েক দিনের ব্যবধানে পূর্বের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাটগ্রামে।
শনিবার (২৫ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১০ মে চলতি বছরের প্রথম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার (২৫ মে) দুপুর ৩টায় লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সেই হিসেবে লালমনিরহাটে মৃদু তাপপ্রবাহ চলছে।
এদিকে শনিবার ছুটির দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। তবে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষরা।
মন্তব্য করুন